নাটোরের সদরে পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম নামে এক কলাচাষিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে।
বুধবার সকালে কাফুরিয়া হাটে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার কাফুরিয়া জোলারপাড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালামের কাছ থেকে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী কাফুরিয়া রিফুজিপাড়ার বাসিন্দা কলা ব্যবসায়ী কামাল হোসেন ৮-৯ হাজার টাকার বাকি কলা কিনেন। বিভিন্ন সময়ে বকেয়া পাওনা টাকা চাইলেও কলা ব্যবসায়ী কামাল হোসেন টাকা পরিশোধ করেননি।
বুধবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে কাফুরিয়া হাটে কলা বিক্রি করতে এসে কলাচাষি আবুল কালাম তার পাওনা টাকা পরিশোধ করার জন্য আবারো চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে কলা ব্যবসায়ী কামাল হোসেন। একপর্যায়ে কলা ব্যবসায়ী কামাল হোসেন পাশে থাকা একটি বাঁশ দিয়ে আবুল কালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়।
কলা ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন বাজারের ব্যবসায়ীরা।
নাটোর থানার ওসি নাছিম আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিএ/