নাটোর প্রতিনিধি: নাটোরে ফেসবুকের মাধ্যমে একটি বাড়ি একটি খামার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে আয়াতুল্লাহ হোসেন (৩০) নামের একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্ত আয়াতুল্লাহ হোসেন লালপুর উপজেলার নাকশুশা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম জানান, শুক্রবার সারা দেশের মতো নাটোরেও একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ২৮টি কেন্দ্রে মোট ১৪হাজার ৮’শ পরীক্ষার্থী অংশ গ্রহন করে। নির্ধারিত সময় সকাল ১০টায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারী রানী ভবানী মহিলা কলেজ কেন্দ্রে আয়াতুল্লাহ হোসেন নামের এক পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে রাজু নামের একটি ফেসবুক আইডিতে পাঠিয়ে দেয়।
পরে রাজু নামের ওই ফেসবুক আইডি থেকে প্রশ্নের সলিউশান করে পুনরায় আয়াতুল্লাহ ম্যাসেজারে পাঠিয়ে দেয়। পরে মোবাইলে আসা প্রশ্নের সলিউশান দেখে লেখার সময় হাতে নাতে আয়াতুল্লাহ হোসেনকে আটক করে পরীক্ষা পরিদর্শক। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ ওই পরীক্ষার্থীকে একমাসের কারাদন্ড প্রদান করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ