নাটোর প্রতিনিধি: নাটোর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম শিমুলের পরামর্শে সড়ক দুর্ঘটনায় নিহত এবং স্বাভাবিক মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারের সদস্যকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের বড় হরিশপুরের ইউনিয়নের প্রধান কার্যালয়ে নিহত শ্রমিক পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক তুলে দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আকরাম হোসেন। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুদানের এ চেক তুলে দেয়া হয়।এ সময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক রিয়াজুল ইসলাম মাসুম, শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি কাউন্সিলর নান্নু শেখ,যুগ্ম সাধারণ স¤পাদক হাবিবুর রহমান গাজী, সহ-স¤পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লাভলু, সাংগঠনিক স¤পাদক জাফর ইকবাল, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম শাহারাজ,লাইন সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া ,খোকন ড্রাইভার ,মনির হোসেন স্বাধীন , তোফাজ্জল হোসেন ।
এ সময় পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় নিহত এবং স্বাভাবিক মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবার কে দুই লক্ষাধিক বিশ হাজার টাকার চেক তুলে দেয়া হয় ।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ মাহতাব হোসেন চৌধুরী কে সম্বর্ধনা দেওয়া হয় ।
খবর২৪ঘন্টা/নই