নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৫) নামে এক শিশুর লাশ পাশের বাঁশ বাগানের গর্ত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সাজেদুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। নিহত শিশু মরিয়ম উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে জামসুর মেয়ে বলে জানা যায়।
গুরদাসপুর থানার ওসিমোজাহারুল ইসলাম বলেন রোববার দুপুর ১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়ি বামনগাড়া গ্রামের গফুরের বাঁশ বাগানের গর্ত থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৪ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা আছিয়া বেগমের কাছে ৫টাকা চাইলে খুচরা না থাকায় টাকা না দিলে গেট খুলে কাঁদতে কাঁদতে দৌড়ে রাস্তায় যায়। পনের থেকে বিশ মিনিট পর মাগরিবের আযান দিলে তার মা তাকে খোঁজতে বের হয়। আশ-পাশে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে শিশুটিকে আর পাওয়া যায়না। ১৫ জুন শনিবার
শিশুটির বাবা নিজাম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহত শিশুর মা আছিয়া বেগম জানান, তার কন্যাকে পাশবিক নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যারা এঘটনা ঘটিয়েছে সকল পশুদের তিনি ফাঁসি চান।
এবিষয়ে থানার ওসিমোজাহারুল ইসলাম বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের পর হত্যার রহস্য বের হবে। আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে তিনি জানান।
খবর২৪ঘণ্টা, জেএন