নাটোর প্রতিনিধি: নাটোরে নতুন আরো ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার ওই ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। রোববার সর্বোচ্চ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার নতুন এই ১১ জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, এর আগে জেলায় মোট ৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে ২৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তবে এখনও ৩৬ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এদিকে নতুন ৪ জন সহ ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা ৬৩৫ জনের তালিকা অনুসরণ করে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।