নাটোরের নলডাঙ্গায় ধর্ষণ ও চুরি মামলায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার (৪ জুলাই) ভোর উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার মিলন (৪০) নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মো. মুসার ছেলে।
র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গ্রেফতার আসামি মো. মিলন প্রতিনিয়ত ভিকটিমকে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিতো। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিতো। একপর্যায়ে গত ২৬মে আসামি মিলন জোরপূর্বক ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ৫ জুন মিলন অপর দুই সহযোগীর সহায়তায় রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে মারধর ও ধর্ষণ করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আসামি মিলন ও তার সহযোগীদের গ্রেফতারে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়। তারা প্রতিনিয়ত স্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মিলনকে ননলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর আসামি মিলনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ/