নাটোর প্রতিনিধি:নাটোরের হয়বতপুর খামারপাড়া গ্রামে ধর্মসভাস্থানে (জালসা) দুর্বৃত্তের ছুরিকাঘাতে রায়হান (১৪) নামে মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রায়হান সদর উপজেলার খোলাবাড়িয়া খামারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে ও স্থানীয় মাদরাসা ছাত্র। রায়হান শুক্রবার রাতে খোলাবাড়িয়া খামারপাড়া গ্রামে জালসা শুনতে যায়।
এসময় স্থানীয় কয়েক জন কিশোর পুর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে বলে জানান পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ