নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দু’টি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের এক শিশুর কন্যা মৃত্যু হয়েছে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ বুধবার সকালে নাটোরের বাগাতিপাড়া থেকে প্রাইভেট কার যোগে একটি পরিবার ঢাকায় যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় বিপরীতমুখী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী প্রাইভেট কারে থাকা ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় চালক সহ উভয় কারের ৬ যাত্রী। তাদের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই