নাটোরে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, পাবনা জেলার সাথিয়া থানার গোপালপুর গ্রামের সোহরাব আলীর ছেলে এরশাদ আলী (৩৫) ও হলুদ ঘর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোর্শেদ (৩৪)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর কোম্পানীর একটি আভিযানিক দল নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া র্যাব আইডি কার্ড ১ টি, ভুয়া পুলিশ আইডি কার্ড ১ টি, পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ১ টি, র্যাবের ব্যাগ ১ টি, সুইচ চাকু ১ টি, প্রতারণাকৃত নগদ টাকা ১৭ হাজার ৭৪০ টাকাসহ ভুয়া র্যাব পরিচয়দানকারী আসামী সেলিম মোর্শেদ ও এরশাদ আলীকে আটক করে।
র্যাব আরো জানায়, ২২ আগষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর চেয়ারম্যান তোজাম্মেল হক ও নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাবা নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে র্যাব পরিচয় প্রদানকারী ২ জন প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে এবং গোপালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুস সালাম খান এর নিকট চাঁদা দাবী করে। তারা জানায় যে, তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এর সার্বিক অবস্থা তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাদের কে দাবিকৃত চাঁদা প্রদান করলে বর্নিত চেয়ারম্যান প্রার্থীগণের নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত হবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এস/আর