নাটোর প্রতিনিধি: নাটোরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস নিয়ন্ত্রন হারিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হয়। রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী সদর উপজেলার বিপ্রহালসা গ্রামের নগেন চন্দ্র পাহানের ছেলে বিরেন পাহান।
হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, গ্রামীন ট্রাভেলসের এসি বাস রাজশাহী থেকে ঢাকার যাবার সময় আহমেদপুর ব্রিজের বাঁকে বিপরীত দিক থেকে ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ গামী হজ্ব যাত্রীবাহী চাপাই ট্রাভেলসের পরিবহনের বাসে সাথে মুখোমখী সংঘর্ষ হয়। এসময় গ্রামীন ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের সাইকেল আরোহীকে চাপা দিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে লাশ উদ্ধার করা হয় ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন