নাটোর প্রতিনিধি: নাটোর বড়াইগ্রামে ঐতিহ্যবাহী তিন দিনের নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের দ্বারীখৈড় সাহেব বাজার এলাকায় খলিসাডাঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে প্রতিয়োগিতায় অংশ নেয় ছোট বড় প্রায় ২০টি নৌকা, প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী করেন পাবনা জেলার চাটমোহর উপজেলার সোহাগপুরের নৌকা বাংলার দুলদুল। প্রথম স্থান অধিকারী বাংলার দুলদুলকে প্রথম পুরুষ্কার দেওয়া হয় একটি ওয়াল্টন কম্পানির বড় ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী করেন চাটমোহর উপজেলার পবাখালী এক্সপ্রেস। দ্বিতীয় স্থান অধিকার কারী পবাখালী এক্সপ্রেসকে একটি মাঝারী আকারের ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী বনগ্রামের নৌকা পঙ্খীরাজকে একটি ২৪ ইঞ্চি এলইডি রঙিন টিভি পুরষ্কার দেয়া হয়।
নৌকা বাইচ প্রতিয়োগিতার পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও আনিসুর রহমান খেচু, নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারী কলেজের সহকারী অধ্যাপক রবিউল আওয়াল, শিল্পপতি মাসুদ রানা, প্রধান শিক্ষক আকবর আলী ও আব্দুল আওয়াল, ইউপি সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ খেলায় অংশ গ্রহন করে।
খবর২৪ঘণ্টা,কম/জন