নাটোর প্রতিনিধিঃ নাটোরে তামাকের সম্ভাব্য সর্ম্পকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাটোর সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ এসএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার ফয়জুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমূখ।
সেমিনারে বক্তব্য রাখেন নাটোর চেম্বার অব ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক আমিনুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, তামাক প্রতিরোধ ঐক্যজোট কমিটির সভাপতি শিবলী সাদিক, সাংবাদিক গোলাম গাউস সহ অন্যরা। সেমিনারে তামাকের ক্ষতিকারক দিক তুলে ধরে প্রজেক্টরে মাধ্যমে সচেতনমূলক বক্তব্য প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম লিপিন, ডাঃ আনিসুজ্জামান, ডাঃ আজিজুল ইসলাম। সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ৫০ জন পতিনিধি অংশগ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ