নাটোর প্রতিনিধি: নাটোরে ডোবা থেকে জহির উদ্দিন (৫৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার ছাতনী বুড়িবটতলা এলাকার একটি পরিত্যাক্ত ডোবায় থেকে ইজিবাইক চালকের লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জহিরের উদ্দিনের বাড়ি শহরের তেবাড়িয়া এলাকায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জানান , মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন জহির। বুধবার দিন ভর পরিবার ও আত্নীয় স্বজন জহিরের খোঁজ করে। বৃহষ্পতিবার সকালে ৮টার পর ছাতনী বুড়িবটতলা সংলগ্ন একটি পরিত্যাক্ত ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় লাশটি দেখে নিখোঁজ ইজিবাইক চালক জহিরের বলে নিশ্চিত হয় তার পরিবার। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারনা করা ছিনতাইকারি ইজিবাইকটির চুরির উদেশ্যই এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হওয়া সাপেক্ষে তদন্ত করে হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।