নাটোর প্রতিনিধিঃ বরিশালে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের ফটো ক্যামেরাম্যান সুমন হাসানের ওপর ডিবি পুুলিশের অমানুষিক নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তারা সুমন হাসানের ওপর নির্যাতনকারী ৮ পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাকদ আল-মামুল ,সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী , মোহনা টিভির নাটোর জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ