নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার জজকোর্ট এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর একজন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে দুইজন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র অপরজন একই মাদ্রাসার শিক্ষক। আহত ছাত্র গোলাম রাব্বি(১৬) কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হল সিংড়া উপজেলার গুনাইখারা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রউফ(৩৫) এবং ছাত্র রজব আলী(১৫)।
নাটোর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মইনুদ্দিন আহমেদ জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজ মোটরসাইকেল চালিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে রউফ, তার দুই ছাত্র রজব ও রাব্বিকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে নাটোর জজকোর্টের সামনে পৌঁছলে বগুড়াগামী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিক্ষক রউফ ও ছাত্র রজব নিহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থল পৌঁছে আহত রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ