এ ঘটনায় একই গ্রামের নবতুল্লা ছেলে ইদ্রিস আলী নামে এক কৃষক গুরুত্বর আহত হওয়ায় রামেকে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও হাইওয়ে পুলিশ বাংলাদেশ জার্নালকে জানায়, আহম্মেদপুর বাজারে লেবু বিক্রি করে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন আব্দুল গফুর ও ইদ্রিস আলী। ভ্যানটি সৈয়দমোড় এলাকায় এলে একটি দ্রুতগামী ট্রাক ভ্যাটির পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুল গফুর নিহত হয়। আপর আরহী ইদ্রিস আলী গুরুত্বর আহত হন। স্থানীরা ইদ্রিস আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।