নাটোর প্রতিনিধি: তৃণমূল পর্যায় হতে মেধা, নৈতিকতা ও মননশীলতা বিবেচনায় যোগ্য কিশোর-কিশোরী বাছাইয়ের অংশ হিসেবে নাটোরে জেলা পর্যায়ে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ-এর সহযোগিতায় টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় নাটোর জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নাটোর জোনের প্রধান রফিকুল ইসলাম, পরিচালক সোহরাব হোসেন, প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।