নাটোর প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রাম-লালপুরে কদমচিনান সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় আটক চ্যালেঞ্জার বাস চালক শামীম হোসেন ও তার সহাকারী আব্দুস সামাদকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার বিকেলে নাটোর জর্জ কোটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট (লালপুর) সুলতান মাহমুদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকর্মকর্তা এসআই তরিকুল । শুনানী শেষে বিচারক আগামি ৫ সেপ্টেম্বর শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন।
কোর্টে জিয়ারু ( কোর্ট ইন্সপেক্টর) মোস্তাফিজুর রহামন জানান ,বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কারাগারে প্রেরন করা হয়েছে।
গত শনিবার নাটোরের বড়াইগ্রাম-লালপুরের সিমান্তবর্তি কদমচিলান কিøক মোড়ে বাস-লেগুনা সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় লালপুর থানায় বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউছুব আলী বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় বড়াইগ্রাম উপজেলা লেগুনা মালিক সমিতির সভাপতি জাবেদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেগুনার চালক আব্দুর রহিম, চালকের সহকারী রাজা মিয়া, চ্যালেঞ্জার বাসের মালিক, বাসের চালক ও চালকের সহকারীকে আসামি করা হয়।
গত রবিবার বগুড়ার ডিবি পুলিশ এ মামলায় বাস চালকের সহকারী আবদুস সামাদ কমলকে গ্রেপ্তার করে। বগুড়া শহরতলির মহাস্থানগড় পলাশ বাড়ি এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বাসচালক শামীম হোসেন মঙ্গলবার বগুড়া ডিবি পুলিশের কাছে আত্মসমর্পন করেন।