নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আবারো ১০ টাকা কেজির চাল চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে।এ ঘটনায় ডিলার আওয়াল হোসেন স্বপন ও চাল ব্যবসায়ী রহমত আলীকে ১ মাস করে কারাদন্ড ও ডিলারের ডিলারশীপ বাতিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানু।উপজেলা প্রশাসন জানায়,অসহায় দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ডিলার স্বপনকে ১৪৪০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়।কিন্ত স্বপন চালগুলো অবৈধ ভাবে স্থানীয় ডিলার রহমত আলীর কাছে বিক্রি করে দেয়।বিষয়টি ফাঁস হয়ে গেলে তাদের আটক করে দন্ড প্রদান করা হয় এবং জব্দ করা হয় চাল গুলো।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।