নাটোর প্রতিনিধিঃ নাটোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ানে রবিবার বিকেলে পৃথক দুটি পাকা রাস্তা ১কোটি ১০লাখ টাকা ব্যায়ে ও গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যায়ার জন্য চাপিলা ইউনিয়ান এলাকাবাসি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস কে বিশাল গনসংবর্ধনা দিয়েছে।
এসময় রাস্তা উদ্বোধন শেষে জেলা আওয়ামীলীগের সদস্য আঃ করিমের সভাপতিত্বে গনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আঃ জলিল প্রাং, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি কহেলি কুদ্দুস মুক্তি, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু,বড়াইগ্রাম জুনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মল হোসেন,নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ঢালু, চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন , বনপাড়া পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার সহ প্রমুখ।
এরপরে সংবর্ধনা অনষ্ঠান শেষে ১৮০টি পরিবারের মধ্য নতুন বিদ্যুৎতের সংযোগের উদ্বোধন শেষে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ