নাটোর প্রতিনিধি: নাটোরে গাছ চাপা পড়ে মোটর সাইকেল আরোহী মীর সাইফুল ইসলাম ইখতিয়ার (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ইখতিয়ার শহরের উত্তর বড়গাছা এলাকার মৃত মীর ফখরুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান,হাগুড়িয়া এলাকার তার ছোট ভাইয়ের পেট্রল পাম্প থেকে মোটর সাইকেল যোগে নাটোর শহরের দিকে ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে তিনি সড়কের পাশের একটি গাছের নিচে গিয়ে আশ্রয় নেন। এ সময় ঝড়ে সেই গাছের একটি ডাল ভেঙ্গে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছের ডালের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ