নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বড়হরিশপুর পুলিশ লাইন এলাকায় মোছাঃ সুমাইয়া বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গলায় ফাঁস নিয়ে মারা যাওয়া সুমাইয়ার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া পুলিশ লাইন এলাকার মোস্তাক আহমেদের স্ত্রী, ও বলাড়িপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, এঘটনায় সুমাইয়া বেগম কে ময়নাতদন্তের জন্য ও-ই নারীকে নাটোর অাধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে সবার অগোচরে অভিমান করে গৃহবধুর গলায় ফাঁস নিয়েছে।
নাটোর সদর থানার এসআই সুব্রত কুমার জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই