নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে মোবারক (৪৫) নামে এক কৃষকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানায়, বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের কৃষক মোবারক গতকাল সোমবার বিকালে গরু আনতে মাঠে যায়। রাত হয়ে গেলেও সে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয় গা-কামড়া বিলের একটি পাটক্ষেতে তার হাত পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, মোবারক কে হাত বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
খবর২৪ঘন্টা/নই