নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকার করোনা ভাইরাসের কর্মহীন হয়ে পড়া ২৫৫ জন হত- দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রিক বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে করোনা ভাইরাস (COVID-19) সংকটে ২নং জামনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কর্মহীন হ্মুদ্র আয়ের মানুষের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল) এমপির নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার আব্দুল মতিন, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম, বাগাতিপাড়া উপজেলা তাঁতি লীগের নেতা সামসুজ্জামান মোহন, বাগাতিপাড়া উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ সহ প্রমুখ।
এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং হাত ধোয়া সাবান।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।