নাটোর প্রতিনিধি: নাটোর জেলার দুইজন নারী পুলিশ সদস্য সহ ২৩ জন করোনা জয়ী পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম(বার)। সোমবার দুপুরে নাটোর পুলিশ লাইন্সের ডিল সেডে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নাটোর জেলার দুইজন নারী পুলিশ সদস্য সহ ২৩ জন করোনা জয়ী পুলিশ সদস্যকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু হাছনাত, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
খবর২৪ঘন্টা/বিআ