1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে কথিক ডাক্টারের বাড়িতে স্থাপিত হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

নাটোরে কথিক ডাক্টারের বাড়িতে স্থাপিত হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরে কথিক চিকিৎসক আব্দুস সাত্তারের বাড়িতে অবৈধভাবে স্থাপিত হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার আহমেদপুর ব্রীজ সংলগ্ন চড়তেবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এর আগেই রোগীদের সরিয়ে সকল সাইনবোর্ড, ব্যানার, দেয়াল লিখন মুছে স্বপরিবারে গা ঢাকা দেন কথিত চিকিৎসক আব্দুস সাত্তার। পরে পাশের ছোট ছোট খুপরি ঘরে কয়েকজন রোগীর দেখা মেলে। রোগীর স্বজনরা জানান, সকাল থেকেই ব্যানার বিলবোর্ড নামিয়ে ফেলাসহ রোগীদের চলে যেতে বলেন সাত্তার। ফলে বেশীরভাগ রোগীই চলে যায়। অভিযানে অংশ

নেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান। এসময় সদর হাসপাতালের চিকিৎসক মলয় কুমার রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখাসহ আগামীকালের মধ্যে সাত্তারকে জেলা প্রশাসকের কাছে হাজির করতে তার স্বজনদের কাছে অঙ্গিকারনামা নেন। রোগী থাকায় অবৈধভাবে পরিচালিক ক্লিনিকটি সীলগালা করা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।

উল্লেখ্য, নামের আগে ডাক্তার যুক্ত করে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিচ্ছিলেন আব্দুস সাত্তার । কিন্তু সে বিষয়েও তার নেই কোন অভিজ্ঞতা। শুধু তাই নয় বাড়িতে খুলেছিলেন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেটারও অনুমোদনও নেবার প্রয়োজন মনে করেননি তিনি। এছাড়া বিভিন্ন স্থানে টাঙানো সাইনবোর্ডে অনেক স্বনামধন্য ডাক্তারের নাম পদবীব্যবহার করে হাড়ভাঙ্গা, প্যারালাইসিস সহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছিলেন। আধুনিক চিকিৎসাসেবা নিতে অক্ষম দেশের বেশির ভাগ চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছিলেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team