নাটোর প্রতিনিধি: নাটোরের ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যায়ে একাডেমি ভবনের বিল্ডিংয়ের কাজের উদ্বোধন ও সামাজিক দায়বদ্ধতার আওতায় সাউথ ইষ্ট ব্যাংক এর উদ্যেগে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ৫০ জন ছাত্রী মধ্যে ৫০ টি লেডিস বাইসাইকেল বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। রবিবার দুপুরে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাডেমি ভবন ও লেডিস সাইকেল বিতরণ করা হয়। ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর মি. এস কে সুর চৌধুরী, সাবেক এমপির ছেলে শামিম আহমেদ সাগর , ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ স্কুল এন্ড কলেজের শিক্ষাক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।