নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা থেকে জেএমবি সন্দেহে মোশারফ হোসেন বা রুস্তম আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মাধনগর রেল ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নওগাাঁর আত্রাই থানার ভর তেতুলিয়া গ্রামের আজিজ খাঁর ছেলে।
র্যাব-৫ এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, জেএমবি সদস্য মোশারফ হোসেন বা রুস্তম আলী সাংগঠনিক কাজের জন্য নলডাঙ্গা এলাকায় আসে। সকাল থেকে সে মাধনগর রেল ষ্টেশন এলাকায় অবস্থান নেয়। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মাধনগর রেল ষ্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ষ্টেশন প্লাট ফর্ম এলাকার থেকেই রুস্তম আলীকে আটত করা হয়। আটককৃত মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী জেএমবি সদস্য। সে দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল। এর আগে ২০০৭ সালে নওগাঁর আত্রাই এলাকা থেকে রুস্তম আলীকে আটক করা হয়। পরে আদালত থেকে সে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক ছিল।
আটক রুস্তম আলীর কাছ থেকে মোবাইল ফোন সেট, তিনটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/নজ