নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া থানার চামারী ইউনিয়নে মেহেরুন খাতুন (১৫) নামে গৃহবধূর ঝলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেহেরুন সোনাপুর গ্রামে নজরুল ইসলামের মেয়ে ।
পরিবার সুত্রে জানা যায়, নাটোরে বড়াইগ্রাম উপজেলা আহমদপুর এলাকায় পারিবারিক ভাবে মোঃ মিলন হোসেনের সাথে গত বছর নভেম্বর মাসের দিকে তাদের বিয়ে হয়।
গত রবিবার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে মেহেরুন।
আজ বুধবার সকালে মেহেরুনের মা নানীর বাড়িতে গেলে, বাড়িতে কেউ না থাকায় ঘরে ভিতরে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে ।
এলাকা বাসী জানায়, আগামীকাল বৃহস্পতিবার মেহেরুনের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। কি কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করলো তা এখনো কেউ জানে না।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি নূর এ আলম জানান, মেহেরুন খাতুনের আত্মাহত্যার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে সত্য ঘটনা।
খবর২৪ঘন্টা/নই