নাটোর প্রতিনিধিঃ দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার শহরের আলাইপুর এলাকায় তিনতলা এই ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করেছে। তাদের জন্যে মাসিক ভাতা ও উৎসব ভাতাই বৃদ্ধি করা হয়নি, উৎসব ভাতার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই তাঁরা বছরে দুইটির পরিবর্তে পাঁচটি করে উৎসব ভাতা পাবেন। সারাদেশে “বীর নিবাস” নির্মাণের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যে আবাসনের ব্যবস্থা ব্যবস্থাও করছে সরকার।
সারাদেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদের অফিসের সংস্থানের পাশাপাশি এসব ভবনের প্রথম ও দ্বিতীয় তলা তাঁরা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শিমুল উল্লেখ করেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু
এলজিইডি বাস্তবায়নাধীন তিনতলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বাণিজ্যিক বিপণী বিতান এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও মিলনায়তন থাকবে। আগামী এক বছরে ভবন নির্মাণ কাজ শেষ হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ