নাটোর প্রতিনিধি: গায়ে কোর্ট। পড়নে জিন্সের প্যান্ট। হাতে ঘড়ি। গলায় ঝুলানো স্কুল ব্যাগ। চুল স্টাইলিং করানো। বুঝার উপায় নেই সে মাদক ব্যবসায়ী। এমন ভাবে গতকাল রাত দেড়টার দিকে স্মৃতি ইসলাম ওরফে হওয়া নামে এক নারী মাদক ব্যবসায়ী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে ঘোরাঘুরি করছিল। এসময় তার চলাফেরা এলাকার কয়েক জনের কাছে সন্ধেও হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ তার কাছে থাকা ২৯ পিচ ইয়াবা সহ তাকে আটক করে। জানা যায়, স্মৃতি ইসলাম ওরফে হওয়া সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতকুশি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে তারাশ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত দেড়টার দিকে চাঁচকৈড় বাজার এলাকা থেকে স্মৃতি ইসলাম ওরফে হওয়াকে ২৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই