নাটোর প্রতিনিধি: নাটোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা ও মেয়েকে পিটিয়ে আহত করেছে বখাটে যুবক। আহত মা রুমিয়া বেগমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়,শহরের উত্তর পটুয়াপাড়া বঙ্গজল এলাকার বাসিন্দা জেলা লালন একাডেমীর সাধারন সম্পাদক সৌরভ শাহের মেয়ে শোভা খাতুন শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে দোকানে যায়। এসময় প্রতিবেশী শাহ আলমের ছেলে বখাটে ছেলে শিল্পি তাকে উত্তক্ত করে। প্রতিবাদ করলে শোভাকে কিল চর থাপ্পর মারতে থাকলে স্থানীয়দের হস্তক্ষেপে রক্ষা পায় সে। মেয়ের মুখে ঘটনা শুনে রুমিয়া বেগম বখাটে শিল্পির বাড়িতে যান। এসময় শিল্পি তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে এঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ