নাটোর প্রতিনিধি: নাটোরে আদালতে এজলাসের ভিতর ইয়াবা দেওয়া সময় জনি শেখ (৩০) কে আটক করেছে কোর্ট পুলিশ। অস্ত্র ও মাদক মামলার আসামীকে সজিব কে ৮পিচ ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা সরবরাহের করে জনিি। এসময় জনিকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। আটককৃত জনি শেখ শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে। নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তানজীম আলম তাবাসসুম এর আদালত চলাকালীন সময়ে এজলাসে অস্ত্র ও মাদক মামলার আসামী সজিবকে ইয়াবা ও গাঁজা দেওয়া সময় জনি শেখ কে ধরে ফেলে পুলিশ । পরে তার কাছ থেকে ৮পিচ ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই