নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ সকল প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সকালে প্রভাতফেরী, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইচ চেয়ারম্যান পারভীন আক্তার, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
খবর২৪ঘন্টা/নই