নাটোর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহীদ জিয়াউর রহমান কলেজের ( প্রস্তাবিত দয়ারামপুর কলেজ) আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শহীদ জিয়াউর রহমান কলেজের ( প্রস্তাবিত দয়ারামপুর কলেজ) ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের ডিজি সিদ্দিকুর রহমান, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার, সাবেক এমপি মমতাজ উদ্দিনের পুত্র শামিম আহমেদ সাগর, বাগাতিপাড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা সহ প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই