নাটোর প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সরকারী গণ গ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। বিভিন্ন সরকারী অফিসসহ বিভিন্ন অফিসে তারা কর্মকর্তার দায়িত্ব পালন করছে। নারীরা মুজিব বর্ষ উপলক্ষে নানা কর্মসুচি পালন করছে। তাদের অংশ গ্রহণ ছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।