নাটোর প্রতিনিধি:করোনার প্রভাবে কর্ম হারানো নাটোরের পাঁচ শতাধিক স্বর্ণশিল্প শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকরা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি(বাজুস) জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুলইসলাম শিমুল। শহরের পিলখানা এলাকায় সমিতির কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরণকালেঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র কর্মকার, সাধারণসম্পাদক ভক্ত চক্রবর্তীনহ অন্যান্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল , ১কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও ১ টা সাবান। #এছাড়াওশহরের মাদ্ররাসা মােড় এলাকায় ৩শতাধিক শ্রমিক ও কানাইখালি এলাকায় ১শ হরদরিদ্র অসহায়গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরন করেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।