নাটোর প্রতিনিধি: নাটোরের সদর উপজেলার এজাহার ভুক্ত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান সদস্যরা। সদর উপজেলার ফতেঙ্গাপাড়ার আহম¥দ আলীর ছেলে মেহেদী হাসান শিবলী (২৯)কে সদর দত্তপাড়া এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর (সিপিসি-২) নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃতে আজ বৃহস্পতিবার দুপুরে সদর থানার দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শিবলীকে ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল সহ গ্রেফতার করে।ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
খবর২৪ঘণ্টা, জেএন