নাটোরের সিংড়া পৌর ও উপজেলার যুবদলের আহবায়ক কমিটি ঘোষিত
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২ জুলা, ২০১৯
নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাটোরের সিংড়া পৌর ও উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার সকালে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম আহকায়ক কমিটির নাম ঘোষণা করে ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা যুবদলের সাবেক আহবায়ক জিল্লৃর রহমান বাবুল চৌধুরী , জেলা স্বেচছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ।
সর্বসম্মতি ক্রমে হাবিবুর রহমান মাষ্টারকে আহবায়ক ও আব্দুল মালেক কে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সিংড়া উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয় । এছাড়া এডভোকেট নাজমুল হককে আহবায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় ।খবর২৪ঘণ্টা, জেএন