নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গভীর রাতে হিন্দু দম্পতি বিমল চন্দ্র ঘোষ (৫৫) ও বেলি রানী ঘোষ (৪৪) এর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুত্বর জখম অবস্থায় রাতেই দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলি রানী ঘোষ এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ইতিমধ্যে সিংড়া সার্কেলের এএসপি মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছে ওই পরিবারে এর আগে আক্রমনের ঘটনা ঘটেছিলো। পুনরায় আবারো হত্যা চেষ্টায় আক্রমনের ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ঘোষপাড়ার শতাধিক পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিমল চন্দ্র ঘোষ উপজেলার তাজপুর ইউনিয়নের বিশ্বনাথের ছেলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হত্যার উদ্দেশ্যে শয়ন কক্ষের জানালা ভেঙে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতির উপর হামলা চালায়। এসময় দুস্কৃতিকারীদের ধারালো অস্ত্রের এলোপাথারী কোপে দুজনের মাথা, বুক,গলা ও হাতে গুরুত্বর জখম হয়। পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে দুস্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাদেরকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশী সনদ চন্দ্র জানায়,বিমল চন্দ্র ঘোষ (৫৫) ও বেলি রানী ঘোষ (৪৪) ঘোষপাড়ায় ১৫-২০ শতক জায়গার উপর মাটির বাড়ি নির্মাণ করে সাদাসিধে ভাবে বসবাস করে আসছিলেন। বিমল চন্দ্র ঘোষ বিভিন্ন মেলা,জালসা ও গ্রামে গ্রামে দই বিক্রি করে সংসার চালাতেন। তাদের দুই মেয়ে ছিলো এরমধ্যে বনলতার বিয়ে হয়েছে এবং বন্যা সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজে অধ্যয়নরত আছে।
আরও জানা গেছে, প্রায় একমাস আগেও সন্ধ্যা রাতে ওই দম্পতির উপর এমন আক্রমনের ঘটনা ঘটেছিলো। কিন্তু লোকজন বুঝতে পারায় আক্রমনকারীরা দ্রুত পালিয়ে যায়।
এঘটনায় সিংড়া থানায় জিডি করা হয়েছিলো। পুনরায় আবারো হত্যা চেষ্টায় আক্রমনের ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ঘোষপাড়ার শতাধিক সংখ্যালঘু পরিবার। ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
সাবেক ইউপি সদস্য হাসিব আলী জানায়, এলাকার পরিবেশ নিয়ে সবার মধ্যে আতংক বিরাজ করছে। এরআগেও ওই দম্পতির উপর এমন আক্রমনের ঘটনা ঘটেছিলো সেটা জেনেছি। এই গ্রামের রাজবিহারী নামে একজনকে পুঁড়িয়ে মারার একটি হয়রানীমূলক মামলায় আমাকে আসামী করা হয়েছিলো। কিন্তু মামলাটির তদন্তে সত্যতা না থাকায় বাদী পক্ষ তা প্রত্যাহার করে নেয়। এভাবে আতংক সৃষ্টি করে গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদের পায়তায়া করছে দুস্কৃতিকারীরা।
এবিষয়ে স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, গভীর রাতে নিরীহ হিন্দু দম্পতিকে নৃসংশভাবে কুপিয়ে জখমের ঘটনা খুবই দুঃখজনক। এলাকায় কারও সঙ্গে তাদের কোনো বিরোধ ছিলো বলে জানা নাই। আতংক সৃষ্টির অপকৌশল হতে পারে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার তদন্ত কর্মকর্তা নেয়ামুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে তার কোন প্রমান এখনো মিলেনি। তদন্ত চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ