খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার জমিতে পানি দেয়ার জন্য বিদ্যুতায়িত মটরের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
কৃষক বিদ্যুৎ ওই গ্রামের মৃত আবুর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নেয়ামুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ