নাটোর প্রতিনিধি: চলনবিলে সিংড়ায় নৌকা ডুবিতে আবুল শাহ (৫৫) নামে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করেছে রাজশাহীর ডুবরী দল। শনিবার সন্ধ্যায় নৌকাটি পাটকোল বিলে ডুবে যায়। রাজশাহীর ডুবরী দল রোববার ভোর ৬টার দিকে নিখোঁজ আবুল শাহর মৃতদেহ উদ্ধার করে। আবুল শাহ সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত আসকান আলীর ছেলে। পরে মৃতদেহটি এলাকায় নিয়ে গেলে শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সিংড়া পৌসভার শৈলমারী এলাকায় সড়ক উন্নয়ন কাজের ১৮ জনের একদল শ্রমিক শনিবার সন্ধ্যায় কাজ শেষে পাটকোল বিলের খেয়া ঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে সিংড়া শহরে যাচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি কিছুদুর যাওয়ার পরে ডুবে যায়। যাত্রীদের প্রায় সকলেই সাঁতরে তীরে উঠলেও আবুল শাহ নামের ওই শ্রমিক নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবরী দল শনিবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোর ৬টার দিকে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া আমিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, অতিরিক্ত লোকের কারণেই লোকটি বিলের মধ্যে গিয়ে ডুবে যায়। তিনি সাঁতরে রাস্তায় উঠে আসেন।
রাজশাহী ফায়ার স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলনবিলের পাটকোল বিলে নৌকাটি ডুবে যায়। ভোর থেকে অনুসন্ধান চালিয়ে মৃত উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন