নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের লেখা-পড়ার পাশাপাশি বর্তমানে আধুনিক খেলাধুলায় আত্মনিয়োগ করতে হবে। তাহলেই তারা নিজেকে আত্মনির্ভরশীল করতে পারবে।
বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে দূর্দম বহুমূখী ক্রীড়া প্রতিষ্ঠান আয়োজিত চলনবিল ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চলনবিল ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমিরা। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ