নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামকে অভিনব কায়দায় জনসম্মুখ থেকে নৌকায় তুলে নিয়ে বেদম মারপিট করেছে প্রতিপক্ষরা।
শনিবার বিকেলে কলম ইউনিয়নের কলম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। পরে খেলা পন্ড হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থনে পুলিশ গিয়ে উদ্ধার করে ইউপি সদস্যকে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করে। পরে আজ রবিবার উন্নত চিকিৎসার জন্য রামেক স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শফিকুলের পরিবার জানিয়েছে, তার পায়ে হাতুরি দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। দুটি দাঁত ও ভেঙ্গে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ২০ বছর থেকে কলম ডিগ্রী কলেজ মাঠে হেরম্বনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
সম্প্রতি এ টুর্নামেন্টকে মরহুম ফজলার রহমান ফুনুর নামকরনে করার জন্য ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর লোকজন দাবি জানায়। কিন্তু হেরম্বনাথ এর নামে করার জন্য আয়োজকরা জানায়। কারণ হিসেবে তাদের দাবি খেলার মাঠটি হেরম্বনাথ দান করে গেছেন, তাছাড়া এলাকার ঐতিহ্য।
শনিবার বিকেলে উদ্বোধনী খেলা চলাকালিন চামারী ইউনিয়নের আরিফ মেম্বারের নেতৃত্বে ইউপি সদস্য শফিককে ডেকে নিয়ে নৌকা যোগে ঐ মেম্বারের বাড়িতে তুলে নিয়ে মারপিট করা হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।