নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আওয়ামীলীগ নেতার ভাই মিঠুসহ ৯মাদক ব্যবসায়ী ও ৩ওয়ারেন্টের আসামীকে আটক করেছে পুলিশ। সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক মোজার আপন ছোট ভাই আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিঠু । রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযানে করে তাদের আটক করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানায়, সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলমের নেতৃত্বে অভিযান করে বিভিন্ন এলাকায় থেকে এই মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন শহিদ আহমেদ (২৬), আব্দুল ওহাব (২৬), মকবুল হোসেন (৫৫), নাসিফুল ইসলাম (২৫), মোঃ হাবিব (৩৭), মনির উদ্দিন (৩৭), শাহীন ফকির (৩৮), আলআমিন (২৫) ওয়ারেন্টভূক্ত হলেন, আঃ সালাম, শাহাদত হোসেন, মোঃ রুবেল। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানায়, আসামীদের গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই