নাটোর প্রতিনিধি: মুক্তিযোদ্ধার তালিকায় নামই নেই নাটোরের আলোচিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম খান বাবুলের। তৎকালীন নাটোর পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক বাবুল ১৯৭১ সালের মার্চে লালপুর উপজেলার ময়না গ্রামে পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে তাদের পরাজিত করে ২৯ এপ্রিল গোপনে মায়ের সাথে দেখা করতে নাটোর শহরের কানাইখালী এলাকার বাসায় আসেন। সেখান থেকেই রাজাকাররা তাকে ধরে পাক সেনাদের হাতে তুলে দেয়। পরে পাক সেনারা তাকে ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে। শহীদ বাবুলের নাম নাটোর বাসীর মুখে মুখে থাকলেও পরিবারের দাবি আশ্চর্যজনক ভাবে শহীদ এই বীর মুক্তিযোদ্ধার নাম তালিকাতেই নাই।
শহীদ মুক্তিযোদ্ধা বাবুলের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহীদ বাবুলের ভাই রবিউল ইসলাম,নজরুল ইসলাম,ভাগিনী রুখসানা পারভিন সহ পরিবারের অন্যান্য স্বজন ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ