নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার লালপুর-গোপালপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও ভুটভুটির সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মারুফ হোসেন (২২) মারা গেছেন। মারুফ লালপুর হাসপাতাল মোড়ের ভাঙ্গারী ব্যবসায়ী সাদেকুল ইসলামের ছেলে। আহত হয়েছেন তার সাথে থাকা সাইদুর রহমান (২৫)। সাইদুর চক বাদকয়া গ্রামের কালু’র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিস থেকে সড়কে ওঠার সময় লালপুর গামী ভুটভুটির সাথে মুখোমুখি ধাক্কা লাগলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় মারুফ হোসেন ও সাইদুর। তাদেরকে প্রথমে লালপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারুফ মারা যান।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন