নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে যুবলীগ নেতা জাহারুল ইসলাম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রবিবার (২০ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে (লালপুর-বনাপাড়া) সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধ কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। এর আগে তার হত্যাকারীদের বিচারের ফাঁসীর দাবিতে মিছিল বের করে। পরে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
ব্যানার, ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি রোকসানা মুর্তজা লিলি, যুবলীগ নেতা তুহিন, কামরুজ্জামান লাভলু, সেচ্ছাসেবক লীগ নেতা ইয়াসিন আলী, পৌর অওয়ামীলীগের প্রচার সম্পাদক রমজান আলী, জাহারুলের ভাই রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮নভেম্বর সকাল ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় জাহারুল ইসলাম। পরদিন তার ভাই রেজাউল করিম বাদি হয়ে লালপুর থানায় হত্যাকারীদের নাম ঠিকানা সহ একটি লিখিত এজাহার দাখিল করে।
খবর২৪ঘণ্টা, জেএন