নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মৃত্যু। বৃহস্পতিবার সকাল ১১ দিকে ওয়ালিয়া বাজারের পাশ্বে সাবেক চেয়ারম্যান হাকিম এর বাড়ির পূর্ব পাশ্বের পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারায় ২ শিশু। নিহতরা হলেন ওয়ালিয়া গ্রাামের আজম আলীর ছেলে নাইম শিশু শ্রেনীতে পড়–য়া ছাত্র ও আজম আলীর বাড়িতে বেড়াতে আসা আলমগীর আলীর মেয়ে আফিয়া মাদরাসা পড়–য়া ছাত্রী। আফিয়ার খালু আজম আলীর
বাড়িতে বেড়াতে এসে এঘটনায়। মৃত দুই শিশুই বাড়িতে বলে পুকুরে গোসল করতে যায় এবং পরে এলাকাবাসী পুকুরের পানিতে ভাসছে দেখতে পায় এক জনকে । পরে তাদের দুজনকেই উদ্বার করা হয়। ঘটনা স্থলেই মেয়েটির মৃত্যু হয় এবং ছেলেটিকে বনপাড়া হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।