প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে হালিমা খাতুন দুই মেয়েসহ জোয়াড়ী গ্রামে অপর মেয়ে জামাইয়ের বাড়িতে যাবার জন্য বনপাড়া বাজারের সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে কৌশলে হাসিনা বেগমকে ঘিরে ফেলে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের মালাটি ছিঁড়ে নেয়।
এ সময় তারা সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করলে তার দুই মেয়ে বুঝতে পেরে মালাসহ ছিনতাইকারী আয়েশা খাতুনকে ধরে ফেলে কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে আয়শা মালাটি গিলে ফেলেন। পরে দুই মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে ধরে ফেলে। পরে পুলিশের কাছে সোপর্দ করে। শনিবার দুপুরে তাদের আদালতেে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়ে।
খবর২৪ঘণ্টা, জেএন